নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার “বীরদল ইসলামী কিন্ডারগার্টেনের” ৭ম বার্ষিক সাধারন সভা ও সম্মেলন-২০১৪ গত ২৫শে ডিসেম্বর কিন্ডারগার্টেনের হলরুমে অনুষ্ঠিত হয়। মনসুরিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ মিছবাহুউদ্দিনের সভাপতিত্বে এবং কিন্ডারগার্টেনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও. জামাল উদ্দীন। সভায় বক্তব্য রাখেন পরিচালনা বোর্ডের সদস্য শফিউল আলম, মোঃ মইনুল হক, মোঃ মহিউদ্দিন, মাও. সাইফুল আলম, হাফিজ রফিক আহমদ, মোঃ মাহবুব আলম প্রমুখ। পরে কিন্ডারগার্টেনের ২০১৫ সালের কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে মোঃ মহিউদ্দিনকে সভাপতি ও মোঃ মাহবুবুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ সাব্বির আহমদ, সদস্য মাও. জামাল উদ্দীন(গোসাইন পুর), হাফিজ রফিক আহমদ, মোঃ শাহীনুজ্জামান, মোঃ কামরুল ইসলাম। নিম্ন লিখিত ব্যক্তি বর্গ নিয়ে ২০১৫ সালের অডিট কমিটি গঠিত হয়- আহবায়ক- মোঃ শফিউল আলম, সদস্য মোঃ মাহবুব আলম, মাও. মোঃ হাবিবুর রহমান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়