ঢাকা: সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রীর কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পে-কমিশন।
বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সশস্ত্র বাহিনীর পে কমিটি রিপোর্ট পেশ করেছে। অর্থ মন্ত্রণালয়ে বেতন কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ করে এ রিপোর্ট জমা দেন।
রিপোর্টে সর্বনিম্ন বেতন ৮২০০ টাকা ও সর্বোচ্চ বেতন ৮০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেলের বেতন ৮৮,০০০ টাকা এবং সশস্ত্র বাহিনীর প্রধানের বেতন এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়