Sunday, January 11

ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ


কানাইঘাট নিউজ ডেস্ক: শার্লি এবদো ম্যাগাজিনে হামলার প্রতিবাদে প্যারিসের প্লেস দি লা রিপাবলিকায় কয়েকহাজার মানুষ, কলম অর্পণ করে বাক স্বাধীনতা রক্ষায় তাদের দৃঢ়তার প্রকাশ ঘটিয়েছেন। রবিবারের এই সমাবেশে সেখানে দল বা ধর্ম নির্বিশেষে সবার অংশ নেয়ার কথা রয়েছে। প্যারিসের এই সমাবেশে অন্তত ৪০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের অংশ নেয়ার কথা রয়েছে। তবে শনিবারও ফ্রান্সের অনেক শহরে সমাবেশ হয়েছে। সবচেয়ে বড় সমাবেশটি হয়েছে ফ্রান্সের তোলুজ শহরে। দেশটির তোলুজ, মার্শেইস, লিলির সর্বত্র মানুষ এই হামলার প্রতিবাদ জানিয়েছে। বুধবার শার্লি এবদো কার্যালয়ে হামলার পর থেকেই দেশটিতে উত্তেজনা, উদ্বেগ রয়েছে। গত তিনদিনে সন্ত্রাসীদের হামলায় ১৭জন নিহত হয়েছেন। যদিও পুলিশের দাবি, তারা পুরোপুরি সতর্ক অবস্থায় রয়েছেন। তাদের সব নিরাপত্তা কর্মীরা পুরো সতর্ক অবস্থায় রয়েছে এবং সামনের সপ্তাহেও একই প্রস্তুতি থাকবে। প্যারিসের এই সমাবেশে দশ লাখের বেশি মানুষ অংশ নেবে বলে ধারনা করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়