Sunday, January 11

“ব্যালন ডি অর” তুমি কার?


ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ: ২০১৪ সালে ফিফা ব্যালন ডি অরের দাবিদার কে, অর্থাৎ গতবছরের শ্রেষ্ঠ ফুটবলার কে ছিলেন – সোমবার তা জানা যাবে। তিন জনের চূড়ান্ত তালিকায় যথারীতি রয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো এবং বার্সেলোনার লিওনেল মেসি। এদের সঙ্গে তৃতীয় জন হিসেবে আছেন জার্মানি এবং বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়ার। গত চারবছর ধরে হয় রোনালদো, নয় মেসি এই খেতাব জিতছেন। ২০১৪ সালেও রোনালদোর যে পারফরমেন্স ছিল, তাতে এবারও তার ভাগ্যে এই খেতাব জুটলে কেউ অবাক হবেন না। ষাটেরও বেশি গোল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লীগ জিতিয়েছেন । সাবেক ডাচ তারকা রুড খুলিত বলছেন, এ সম্মান এবারও রোনালদোর বলে তিনি মনে করছেন, কারণ 'অবিশ্বাস্য পরিসংখ্যান তার ঝুলিতে'। আর সাবকে ইংলিশ অধিনায়ক অ্যলান শিয়ারার বলছেন মানুষ পয়সা খরচ করে মাঠে যায় খেলা দেখে মজা পেতে। চোখ ধাঁধানো খেলতে দেখতে চায় তারা। এবং রোনালদো খুব কমই দর্শকদের আশাহত করেন। মেসির জন্য ২০১৪ খুব ভালো ছিল না। কিন্তু, অনেকে মনে করছেন, ম্যানুয়েল নয়ার এবার রোনালদোর কড়া প্রতিদ্বন্দ্বী। বছরের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের জাতীয় ফুটবল দলগুলোর কোচ এবং অধিনায়ক, এবং সেই সাথে বিশ্বের বাছাই করা শীর্ষ কজন ফুটবল সাংবাদিক। ভোটের ফলাফল পাওয়া যাবে আগামী কাল। মিটে যাবে আরেকটি কৌতূহল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়