কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের স্বাধীনতার জনক মহাত্মাগান্ধীর ছবি বিয়ারের বোতলে ব্যবহারের অভিযোগে মামলা করা হয় নিউ ইংল্যান্ড ভিত্তিক অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অবশেষে ক্ষমা চাইল প্রতিষ্ঠানটি। ভারতের একটি আদালতে এই মামলা দায়ের হয়েছিলো।
ভারতে অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী ১৯৪৮ সালে আততায়ীর গুলিতে নিহত হন।
আত্মপক্ষ সমর্থন করে প্রতিষ্ঠানটির বিবৃতিতে জানায়, এই পণ্যটি পানে ভোক্তারা আত্মশুদ্ধি ও প্রকৃত ভালবাসা খুঁজে পাবেন। এজন্যেই মহাত্মা গান্ধীর ছবি মোড়কে ব্যবহার করা হয়।
ভারতের হায়দ্রাবাদের মামলা করে আইনজীবি বলেন এটি মানহানিকর ও শাস্তিযোগ্য অপরাধ।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, ছবি প্রকাশের যদি কারও কোন ধরনের আঘাত লাগে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে বিয়ারটি বাজার থেকে প্রত্যাহার করা হবে না।
প্রতিষ্ঠানটির সত্বাধিকারী ম্যাট ওয়েস্টফল এক ইমেইল বার্তায় জানান, যদি এতে কারও কোন ধরনের আঘাত লেগে থাকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাতের ইচ্ছা ছিলনা বরং ভারতের এই মহান নেতাকে সম্মান জানাতেই এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও জানান, তাদের এই প্রয়াসের মাধ্যেমে সকলে গান্ধী ও তার অহিংস নীতি সম্পর্কে জানতে আরও আগ্রহী হবে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ভারতীয় তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বলে তিনি জানান। এমনকি গান্ধী পরিবারের সদস্যরাও তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। যদিও পরিবারের কোন সদস্যরা স্বাগত জানিয়েছে তারা এ ব্যাপারে নিশ্চিত করেনি।
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন যে, ভারতীয় জনগন তাদের মূল উদ্দেশ্য বুঝবে এবং গান্ধীর প্রতি সম্মান জানাবে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়