ঢাকা: নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে চলতি বছরের ২৬ মার্চ ভোটাররা পেতে যাচ্ছেন কাঙ্খিত সেই জাতীয় পরিচয়পত্র- স্মার্ট আইডি কার্ড। ফ্রান্সের ‘ওবার্থুর টেকনোলজিস’ তৈরি করবে ৯ কোটি ৬০ লাখ স্মার্ট কার্ড।
এ বিষয়ে স্মার্ট কার্ড প্রস্তুতি, কার্যক্রম ও বিতরণ সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী রবিবার সংবাদ সম্মেলন করবেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম।
বৃহস্পতিার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান সাংবাদিকেদের এ কথা জানান।
এর আগে গতকাল বুধবার স্মার্ট কার্ড তৈরির ব্যাপারে ফ্রান্সের সঙ্গে ইসির একটি চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে অনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেহ এবং ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার ফন্টিনা নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
স্মার্ট কার্ড তৈরিতে চারটি কোম্পানি ইসিতে দরপত্র জমা দিয়েছিল। এরমধ্যে সবচেয়ে কম দর ও দক্ষতার ভিত্তিতে ফ্রান্সের ‘ওবার্থুর টেকনোলজিস’ এর সঙ্গে চুক্তি হয় ইসির। আগামী বছরের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে।
এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ফ্রান্সের ‘ওবার্থুর টেকনোলজিস’ তৈরি করবেন ৯ কোটি ৬০ লাখ স্মার্ট কার্ড। আমরা প্রতি মাসে ৬০ লাখ করে স্মার্ট কার্ড বিতরণ করবো। ভোটাররা এতোদিন লেমিনেটেড পরিচয়পত্র (এনআইডি) পেতেন। যা সহজে নকল করা যেত। কিন্তু এখন পাবেন স্মার্ট কার্ড, যা মেশিনে পাঠযোগ্য এবং জাল করা সম্ভব নয়।
প্রসঙ্গত, বিশ্বব্যাংকের অর্থায়নে তৈরি করা হচ্ছে স্মার্ট কার্ড। এ প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ৯৬ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৮৫৯ টাকা। কিন্তু ২০১১ সালের জুলাইয়ে এ প্রকল্পের কাজ শুরু করার কথা থাকলেও নানা জটিলতায় পিছিয়ে পড়ে এর কার্যক্রম। এর পর অপেক্ষা করতে হয় বিশ্বব্যাংকের অনুমতির জন্য।
উল্লেখ্য, বর্তমানে দেশে ৯ কোটি ২০ লাখ ভোটার রয়েছে। তবে চলতি বছরের হালনাগাদে ভোটার তালিকায় আরও প্রায় ৪০ লাখ ভোটারের নাম যুক্ত হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়