Thursday, January 1

খালেদা জিয়া অচিরেই মাইনাস হয়ে যাবেন: হানিফ


ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আপনার (বেগম জিয়া) বক্তব্য ও ছেলের (তারেক রহমান) কুকর্মের কারণে অচিরেই আপনি মাইনাস হয়ে যাবেন। বৃহস্পতিবার দুপুরে মতিঝিল বলাকা চত্ত্বরে শ্রমিক লীগ আয়োজিত ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা’ শীর্ষক এক জনসভায় তিনি এ কথা বলেন। হানিফ বলেন, গতকাল আপনি বলেছেন আপনাকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনি সংসদ থেকে ইতিমধ্যেই মাইনাস হয়ে গেছেন। আপনার বক্তব্য ও ছেলের কারণে অচিরেই আপনি রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন। তিনি বলেন, মাইনাস ফর্মূলা আ’লীগের নয় সেটা আপনার। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শীর্ষ নেতৃত্বকে মাইনাস করার ফর্মুলা নিয়েছিলেন আপনার পুত্রের সহায়তায় সরকারী পৃষ্ঠপোষকতায়। এ জাতীয় নীতিতে আমরা বিশ্বাস করি না। দেশে গণতন্ত্র নেই খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনি কিভাবে, কিশোরগঞ্জ, কুমিল্লা ও গাজীপুর, কাচঁপুরসহ বিভিন্ন স্থানে সভাসমাবেশ নির্বিঘেœ করছেন, কোথাও কোন সমস্যা হচ্ছে না। তাহলে আপনি কোন গণতন্ত্র চান তা আমরা জানতে ও শিখতে চাই। তিনি বলেন, আপনি বঙ্গবন্ধুর ৬৬ সালের ছয় দফায় অনুপ্রাণিত হয়ে গতকাল জাতির সামনে ৭ দফা উপস্থাপন করেছেন। আপনার এই অসাংবিধানিক দাবি আ.লীগ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মহানগর দক্ষিণের সভাপতি শামসুল আলম বকুল প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়