কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাটের কথিত ইমাম মেহেদী নিজ বাড়িতে ফিরেছেন দীর্ঘ ৮ বছর পর। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২০০৮ সালের ১২্ মার্চ। অনেক আগের দিনটি। কালের পরিক্রমায় চলে গেছে প্রায় আট বছর। সেই আট বছর আগে নিখোজ হয়ে ছিলেন তিনি। চারিদিকে হন্য হয়ে খুজেও পাওয়া যায়নি তার কোন সন্ধান। দীর্ঘ দিন থেকে নিখোজের তালিকায়ই ছিলেন। সেই হারিয়ে যাওয়া মোহাম্মদ আলী {ইমাম মেহেদী} দাবীদার সম্প্রতি ফিরেছেন নিজ লোকালয়ে। আট বছর আগে হারিয়ে যাওয়া ভারসাম্যহীন কানাইঘাটের মোহাম্মদ আলী সুস্থ হয়ে আবার ফিরে আসায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। আট বছর আগে হারিয়ে যাওয়া ইমাম মেহেদী দাবীদার মোহাম্মদ আলীকে দেখতে তাই তার বাড়িতে প্রতিদিনই যাচ্ছেন উৎসুক জনতা। ২০০৮ সালের ওই দিন হারিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পর না পেয়ে প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন তার পিতা সইদ উল্লাহসহ আত্মীয়-স্বজন। সবাইকে তাক লাগিয়ে দিয়ে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে হঠাৎ করেই বাড়ীতে এসে হাজির হলে পরিবারের লোকজন আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির বাণীগ্রামের ছইদ উল্লার বড় ছেলে মোহাম্মদ আলী (৩০)। উপজেলার গাছবাড়ী বাজার থেকে ২০০৮ সালের ১২ মার্চ মোহাম্মদ আলী নিখোজ হন। তিনি ১৯৯৩ সালে বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণিতে ভর্তি হয়ে ৫ম শ্রেণি পর্যন্ত ১ম স্থান অধিকার করে, ১৯৯৭ সালের ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। তারপর পার্শ্ববতী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সুনামের সাথে ১ম স্থান অধিকার করে শিক্ষকদের নজর কাড়েন। ২০০০ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুল বৃত্তিলাভ করেন। ২০০৩ সালে অনুষ্টিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে অংশ নেন। ওই পরীক্ষায় তিনি রসায়ন বিষয়ে অ-কৃতকার্য হয়ে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। সহজেই মেনে নিতে পারেন নি পরীক্ষার সেই ফলাফল। এর পর নিজেকে ইমাম মেহেদী দাবী করে আধ্যাত্মিক চিন্তা ও চেতনা দেখা দেয়ায় অজানার উদ্দেশ্যে তিনি সুদুর দিল্লীতে বিখ্যাত পীর কুতুব উদ্দিন বখতিযার কাকীর (কুতুব মিনার) মাজারে আশ্রয় নেন। এর দীর্ঘ ৮ বছর পর মানসিক অবস্থার পরিবর্তন হলে সম্প্রতি তিনি বাড়ীতে ফিসে আসেন। মোহাম্মদ আলীর বাবা সইদ উল্লাহ স্থানীয় সাংবাকিদের বলেন আমরা আমাদের ছেলেকে সুস্থ শরীরে ফিরে পেয়েছি। উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম সাংবাদিকদের সাথে আলাপকালে জানান মোহাম্মদ আলী অত্র এলাকার শুধু মেধাবী নয় একটি সম্ভাবনাময় নক্ষত্র ছিল। সে ফিরে আশায় এলাকাবাসী অনেক খুশি হয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়