নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সাতবাঁক ইউপি আওয়ামীলীগের ত্রী বার্ষিক সম্মেলন সোমবার বিকেল ৩টায় স্থানীয় ভবানীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।
ইউপি আওয়ামীলীগের আহ্বায়ক হাজী মখদ্দুছ আলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিলের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, সিণিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক লোকমান হোসেইন, রফিক আহমদ, মাসুদ আহমদ, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কাউন্সিলার ফখরুদ্দিন শামীম, শ্রী রিংকু চক্রবর্তী, আ’লীগ নেতা ডাঃ বিলাল আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক।
বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, জেলা ছাত্রলীগ নেতা মোঃ তারেক হাসান চৌধুরী, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনসহ ইউপি আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনের জন্য সাতবাঁক ইউপি আ’লীগের নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য কাউন্সিলারদের ভোট গ্রহণের প্রস্তুতি চলছিল।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়