Sunday, January 4

অবরুদ্ধ খালেদার সঙ্গে সাক্ষাতে সাংবাদিকরা


ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে গিয়েছেন। রবিবার দুপুর ১ টা ২৮ মিনিটে ৮ সদস্যের এই প্রতিনিধি দল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- রুহুল আমিন গাজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ। তবে দুপুরে বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী খালেদা জিয়ার সাথে সাক্ষাতের জন্য গেলে তাকে কার্যালয়ের সামনে থেকে ফিরিয়ে দেয় পুলিশ। এসময় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের নেতৃত্বে জাতীয়তাবাদী চার জন আইনজীবীকে দুপুরে খালেদার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়