ঢাকা: দেশের বিরাজমান পরিস্থিতি পর্যবেক্ষণে ‘মনিটরিং সেল’ গঠন করতে যাচ্ছে সরকার। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমানকে প্রধান করে এ মনিটরিং সেল গঠন করা হবে।
আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সুরাইয়া পারভিন শেলি।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে এই কমিটি গঠনের কথা বলেন এই উপ-সচিব।
গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলছে। সারাদেশে বাস ভাঙচুর হচ্ছে। আগুনে পুড়ে দগ্ধ হচ্ছে মানুষ। অনেকে প্রাণ হারাচ্ছে। দেশব্যাপী উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ অবস্থা মনিটরিংয়ে সরকার উদ্যোগ নিয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়