Saturday, January 24

আইএসকে সহায়তার চেষ্টায় মার্কিন তরুণীর জেল

 কানাইঘাট নিউজ ডেস্ক:
আইএস জঙ্গি গোষ্ঠীকে সহায়তার চেষ্টায় আমেরিকার এক তরুণীকে চার বছরের জেল দিয়েছে মার্কিন আদালত। ডেনভারের শহরতলির বাসিন্দা ১৯ বছর বয়সী শ্যানন কোনলে গত এপ্রিলে এক আইএস জঙ্গিকে বিয়ে করার জন্য সিরিয়া যাচ্ছিল।

যাওয়ার পথে তুরস্কের একটি ফ্লাইটে ওঠার আগে চেকিংয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ধর্মান্তরিত হয়ে বর্তমানে শ্যানন হালিমা নামে নিজের পরিচয় দেন তিনি।


বিচার চলাকালীন আইনজীবী শ্যাননকে জানিয়েছেন, যেসব মার্কিন নাগরিক আইএসে যোগ দিতে চাইছে তাদের সম্পর্কে তথ্য দিলে তার শাস্তি কমিয়ে দেওয়া হবে। উত্তরে শ্যানন বলেছে, সে তার কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত।


ডেনভারের আদালতের বিচারক রেমন্ড ম্যুর বলেছেন, এই রায় ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে যোগ দিতে ইচ্ছুক অন্যান্যকে নিরুৎসাহ করবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়