Thursday, January 15

সায়েদাবাদে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার


ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস কাউন্টার এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ওমর ফারুক (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। বৃহস্পতিবার বিকালের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০ এর মেজর তৌফিকুল বারি জানান, বিকাল সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস কাউন্টার এলাকা থেকে ৫,৮০০ পিস ইয়াবাসহ ওমর ফারুককে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র‌্যাবকে জানিয়েছেন তার গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। ইয়াবা বিক্রির জন্য বুধবার রাতে সে টেকনাফ থেকে বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে বৃহস্পতিবার বিকালে ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়