Wednesday, January 14

চেয়ারে বসে নামাজ আদায় প্রসঙ্গে


মুফতি হিফজুর রহমান প্রধান মুফতি, জামিয়া রহমানিয়া ,br. আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা প্রশ্ন : আমি চেয়ারে বসে নামাজ আদায় করি। উল্লেখ্য, আমি দুই হাঁটু ভাঁজ করে বসে নামাজ আদায় করতে সক্ষম। তবে সেজদা করতে পারি না। এ অবস্থায় চেয়ারে বসার বিধান কী? কোন সুরতে চেয়ারে বসে নামাজ পড়া যায়? আবুল কাসেম, নোয়াখালী উত্তর : প্রশ্নে উল্লিখিত সুরতে যেহেতু আপনি স্বাভাবিকভাবে সেজদা করতে সক্ষম নন, তাই আপনার জন্য যথানিয়মে রুকু-সেজদা করে নামাজ আদায় করা আবশ্যক নয়; বরং আপনি বসে বসে ইশারায় রুকু-সেজদা করে নামাজ আদায় করবেন। তবে ইশারার ক্ষেত্রে রুকুর তুলনায় সেজদায় একটু বেশি ঝুঁকতে হবে। আর এক্ষেত্রে চেয়ারে বসে রুকু-সেজদা ইশারায় আদায় করাও জায়েজ আছে। তবে উত্তম হলো জমিনে বসে নামাজ আদায় করা। (আদদুররুল মুখতার : ১/৯৫)। প্রশ্ন : আমাদের এলাকায় অনেক ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ আছে। রাতের বেলা অনেক সময় দেখা যায়, কুকুর এসে মসজিদের কার্পেট বা চাটাইয়ের ওপর শুয়ে থাকে। এখন এ কার্পেট বা চাটাইয়ের ওপর নামাজ পড়া যাবে কিনা? শহীদ হাসান খান, পুরান বাজার, চাঁদপুর উত্তর : প্রশ্নোক্ত মসজিদের কার্পেট বা চাটাইয়ে কুকুরের প্রস্রাব-পায়খানা, লালা বা ঘামের চিহ্ন পাওয়া না গেলে তা নাপাক নয়। তাতে নামাজ পড়া যাবে। যদি উপরোক্ত কোনো কিছুর চিহ্ন পাওয়া যায় তাহলে তা নাপাক। তার ওপর নামাজ আদায় করা যাবে না। (আদদুররুল মুখতার : ১/২০৮)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়