Thursday, January 1

ঢাকার ৪২ হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ


ঢাকা: বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ঢাকার ৪২টি বেসরকারি হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের যৌথ টিম এ নির্দেশ দেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে অবৈধ হাসপাতাল উচ্ছেদ অভিযানে সারা দেশের ২১টি হাসপাতাল বন্ধ করে দিয়েছে মন্ত্রণালয় ও অধিদপ্তরের যৌথ টিম। বন্ধ করে দেয়া হাসপাতালগুলো হলো- ঢাকার ডক্টরস চেম্বার, ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতাল, স্টার কিউর মেডিকেল সেন্টার, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার, শাহজালাল জেনারেল হাসপাতাল, সালেমা জেনারেল হাসপাতাল, মোহনা ক্লিনিক, হ্যাভেন ডেন্টাল কেয়ার, জান্নাত ডেন্টাল কেয়ার, গার্ডেন ডেন্টাল কেয়ার, আল হেরা ডেন্টাল কেয়ার, আল মদিনা ডেন্টাল কেয়ার, তৌহিদা জেনারেল হাসপাতাল, ঢাকা ব্লাড সেন্টার, রোগী কল্যাণ ব্লাড ব্যাংক এন্ড ডে-কেয়ার সেন্টার, খুলনার মীম নার্সিং হোম, শাহাবুদ্দিন মেমোরিয়াল ডেন্টাল কেয়ার, ইয়ামিন ডেন্টাল হোম, এন ডেন্টাল কেয়ার, সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, খুলনা ডায়াগনস্টিক সেন্টার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়