কানাইঘাট নিউজ ডেস্ক:
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের কানাইঘাট জোনের জোনাল ইনচার্জ ডাঃ মোঃ আব্দুস সবুর কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট হিসাবে পদোন্নতি লাভ করেছেন। সিলেট ডিভিশনের মধ্যে সর্বোচ্চ কোম্পানীর প্রিমিয়াম অর্জনকারী জোনাল ইনচার্জ নির্বাচিতও হন তিনি। আব্দুস সবুর ২০১০ইং সনের ডিএইচএমএস ফাইনাল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। ১৯৯৮ সাল থেকে বীমা পেশায় কাজ করে ২০০৬, ২০০৭ ও ২০০৮ সালে এভিপি হিসাবে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জন করেন। বিয়ানী বাজার উপজেলার দাসউরা গ্রামের হাজী আব্দুস সামাদ ও লুৎফা বেগমের প্রথম পুত্র তিনি। পারিবারিক জীবনে দুই পুত্র সন্তানের জনক। এদিকে ডাঃ মোঃ আব্দুস সবুর কোম্পানীর জানুয়ারী ২০১৫ইং থেকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে পদোন্নতি লাভ করায় কানাইঘাট জোনের সকল কর্মকর্তা ও কর্মচারী তাকে অভিনন্দন জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়