আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ:
নাইজেরিয়ার সন্দেহভাজন ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ক্যামেরুন থেকে ৮০ জনের মতো লোককে অপহরণ করেছে। যাদের অধিকাংশই শিশু।
সোমবার বার্তা সংস্থা রয়টার্স অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, উত্তর ক্যামেরুনের সীমান্তবর্তী এলাকা থেকে ওই লোকদের অপহরণ করা হয়।
এদিকে নাইজেরিয়ায় বোকো হারাম কয়েক হাজার লোককে হত্যা করেছে। এছাড়া গত বছর ২ শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে। সম্প্রতি বোকো হারাম পার্শ্ববর্তী নাইজার এবং ক্যামেরুনকে টার্গেট করছে।
এর আগে ক্যামেরুনে একসাথে এতগুলো লোককে অপহরণ করা হয়নি। ক্যামেরুনের ওই অপহরণের ঘটনায় সহযোগিতা করার জন্য পার্শ্ববর্তী দেশ চাদ সেনা মোতায়ন করেছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, অপহৃতদের মধ্যে ৩০ জন বয়স্ক এবং ৫০ জন যুবক ও যুবতি রয়েছে। যাদের বয়স ১০ থেকে ১৫ হবে উত্তর ক্যামেরুনের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এ কথা জানিয়েছে।
এদিকে দেশটির সরকারের মুখপাত্র ইসা ছিরোমা বলেন, অপহরণের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীর হামলায় দেশটিতে ৩ জন নিহত হয়েছে। তবে কত জন অপহৃত হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
তবে বোকো হারাম দেশটির উত্তরাঞ্চলে ৮০টির মতো বাড়ি-ঘরে আগুন দিয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে নাইজেরিয়ার চিবুক শহর থেকে ২ শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ করার পর থেকে বিশ্বব্যাপী আলোচনায় আসে বোকো হারাম। চলতি মাসে আবুবকর শেকাউ নামে এক বোকো হারাম নেতা ক্যামেরুনে হামলার ঘোষণা দেয়ার পর এ অপহরণের ঘটনা ঘটল।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়