Monday, January 5

সিরীয় উদ্বাস্তুদের জন্য লেবাননের নতুন আইন


কানাইঘাট নিউজ ডেস্ক: সিরিয়ান উদ্বাস্তুদের জন্য নতুন বিধিনিষেধ আরোপের প্রথম পদক্ষেপ হিসেবে ভিসা পদ্ধতি চালু করেছে লেবানন। এর ফলে এখন থেকে সিরীয় অধিবাসীদের লেবাননে আসতে হলে ভিসা পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হবে। গতকাল সোমবার লেবানন নতুন এই পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে বলে বিবিসি-র অনলাইন প্রতিবেদনে জানানো হয়। উল্লেখ্য, এর আগে দুদেশের মধ্যে ভিসা ছাড়া যাতয়াতের অনুমতি ছিল। ধারনা করা হচ্ছে, সিরিয়ান উদ্বাস্তুদের জন্যে সংখ্যা কমানোর ক্ষেত্রে এটি লেবাননের প্রথম পদক্ষেপ। লেবানন বর্তমানে প্রায় এক লাখ সিরিয়ান উদ্বাস্তু রয়েছে। এ ঘোষনার আগে সিরীয় উদ্বাস্তুরা ছয় মাস পর্যন্ত লেবাননে বিধিনিষেধ ছাড়াই থাকতে পারত। তবে এখন থেকে সীমান্তে সিরীয় উদ্বাস্তুদের লেবাননের ভিসা ইস্যু করতে হবে। লেবাননে নিবন্ধিত প্রায় ১১ লাখ সিরিয়ান উদ্বাস্তু রয়েছে। অপরদিকে অনিবন্ধিত উদ্বাস্তুর সংখ্যা প্রায় পাঁচ লাখের বেশি। লেবাননে জনগনের প্রতি তিনজনের মধ্যে একজন সিরিয়ান। দেশটিতে জীবনযাত্রার মান ক্রমেই খারাপ হচ্ছে। বাড়িভাড়া বাড়ছে, পারিশ্রমিক কমছে এবং ১০-১৫ জনের একটি পরিবার ছোট ঘরে বাস করছে। এর আগেও সিরিয়ানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইন ও ডিক্রি জারি করছে লেবানন সরকার। কিছুকিছু শহরে উদ্বাস্তুদের প্রবেশ বন্ধে করার জন্য কার্ফু জারি করা হয়েছে। কোন কোন এলাকায় বিশেষ নজরদারি কমিটি গঠিত হয়েছে। সিরীয় উদ্বাস্তুদের আগ্রাসন লেবাননের অধিবাসীদের মধ্যে ধর্মীয় ও সামাজিকতার ভারসাম্য নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়