Sunday, January 18

কানাইঘাটে পিকআপভ্যান ও অটোরিক্সা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা


নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সড়কের কানাইঘাট সড়কের বাজার ঈদগাহ নামক স্থানে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ১০/১২ জনের একটি দুর্বৃত্ত চক্র রাস্তা অবরোধ করে একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিক্সা (সিএনজি) গাড়ী পুড়িয়ে দিয়েছে। এ সময় যাত্রীরা গাড়ী থেকে নেমে প্রাণ রক্ষা করেন। খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। স্থানীয় লোকজন ও যাত্রীরা জানান, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গাড়ী দু’টি পুড়িয়েছে। উল্লেখ্য যে, কয়েকদিন পূর্বে একই জায়গায় দুর্বৃত্তরা আরো দু’টি যাত্রীবাহী বাস ভাংচুর করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়