রংপুর: বাংলাদেশ পুলিশের আইজি একেএম শহিদুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির কিছুটা নিষ্ক্রিয়তা এবং দুর্বলতার কারণে এখানে মুক্তিযুদ্ধ বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তা না হলে তারা এত শক্তিশালী হতে পারে না।
তিনি বলেন, ‘তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা জনগণকে কি ভাবে মারছে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।’
গত ১৩ জানুয়ারি রংপুরের মিঠাপুকুরের বাতাসন এলাকায় অবরোধকারীদের পেট্রোল বোমায় ৫ জন নিহতের ঘটনায় এক সুধী সমাবেশে পুলিশের আইজি এবং র্যাবের মহাপরিচালক রংপুরে আসেন। তারা নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার করে টাকা তুলে দেন। পরে স্থানীয় এক স্কুল মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন তারা। এরপর তারা ঘটনাস্থল বাতাসন পরিদর্শন করেন।
পুলিশের আইজি বলেন, ‘আমরা কথা বললেই বলে আমরা রাজনীতির কথা বলি, কিন্তু আমি তো ট্যাক্স দেই, এদেশের ভালোমন্দে একটা তো মতামত থাকবে। আমার প্রশ্ন আজকে যারা হরতাল করছেন অবরোধ করছেন, মানুষ মারছেন, কী কারণে। গণতান্ত্রিক দেশ জনগণের দেশ এর মালিক জনগণ। নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে জনগণের ভোটে।
তিনি বলেন, আপনারা যদি মৌলবাদী সংগঠনের দোষর হয়ে যান। এর চেয়ে দু:খের আর কি আছে। তারা তো জাতীর জন্য হুমকি।
তিনি বলেন, যারা স্বাধীনতা বিরোধী, যারা এখনো স্বপ্ন দেখেন পাকিস্তানের। যাদের এখনো পাকিস্তান-পিরীতি আছে, তাদের চরিত্র এখনো বদলায়নি। তাদের মনুষ্যত্ব নেই। তাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা নেই। তাদের সাথে কেন থাকবেন। এটা লজ্জার বিষয়।
তিনি বলেন, বাংলাদেশে মিঠাপুকুর গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি এলাকা সন্ত্রাসী এলাকা হিসাবে পরিচিত। কেন এটা হবে। এটা লজ্জার বিষয়। এটা হতে পারে না। এ থেকে বেরিয়ে আসতে হবে।
সমাবেশে র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, রংপুর ডিআইজি হুমায়ুন কবীর, জেলা প্রশাসক ফরিদ আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।
Friday, January 16
এ সম্পর্কিত আরও খবর
সিলেটে বঞ্চিত শিশুদের সঙ্গে সুর মেলালেন সমাজকল্যাণমন্ত্রী সিলেট: এবার সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে গান গাইলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। ম
মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা! গাইবান্ধা: জেলার সাদুল্যাপুরে মাদক সেবনের দায়ে আতাউল করিম জুয়েল (৩৫) নামে এক যুবকের দুই বছর ক
একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ, কমেছে দাম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ। আমদানি বাড়ায় একদিনের ব্যব
বড়লেখায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃতদেহ উদ্ধার মৌলভীবাজার: জেলার বড়লেখা উপজেলায় আফতাব আলী (৬২) নামে সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত এক সরকার
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত শ্রীমঙ্গল প্রতিনিধি, মঙ্গলবার, ২৪ মে ২০১৬ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকসা ও মিনি
সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহতের দাবি মাহবুবুর রহমান মোল্লা কলেজের রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ড. মা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়