নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মীদের তালিকা তৈরি করে গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ। প্রতিদিন উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় পুলিশের একাধিক টিম বিভক্ত হয়ে জোটের নেতাকর্মীদের গ্রেফতার করতে বাড়ীতে বাড়ীতে তল্লাসী চালাচ্ছে। গ্রেফতারের ভয়ে বিএনপি জামায়াতের দায়িত্বশীল নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের শত শত নেতাকর্মী বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। দেশ ব্যাপী টানা অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে কানাইঘাট উপজেলার সড়কের বাজার, গাছবাড়ী বাজার ও পৌর শহরে অবরোধকারীরা কর্তৃক বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত বিরোধী জোটের প্রায় ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও দ্রুত বিচার আইনে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। গত ৩ দিনে এসব মামলার ১৯ জন এজাহার নামীয় বিএনপি ও জামায়াতে নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সিলেটের এডিশনাল পুলিশ সুপার নাইমুর রহমান ও উত্তর সার্কেলের এএসপি মহি উদ্দিন এবং কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী। এদিকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ষাড়াসী অভিযানের ফলে হাট বাজার থেকে শুরু করে গ্রাম পর্যন্ত জোটের নেতাকর্মীরা প্রকাশ্যে বের হতে পারছেন না বলে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন ও জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম'কানাইঘাট নিউজকে" জানিয়েছেন। তাদের অভিযোগ পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিদিন দলের নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে গ্রেফতার অভিযান ও তল্লাসীর নামে হয়রানী করছে। এমনকি বেশ কয়েকজন নেতাকর্মীদের বাড়ীতে হানা দিয়ে পুলিশ কাউকে না পেয়ে তাদের বসত ঘরের মালামাল ভাংচুর করছে। এ পর্যন্ত তাদের দলের ৩ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ৬০টির অধিক মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে জেল হাযতে রয়েছেন অনেকে। যার ফলে বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মী সমর্থকদের পরিবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে। তবে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, অবরোধের নামে যারা গাড়ী ভাংচুর ও পুড়িয়েছে এবং নাশকতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। কাউকে অযথা হয়রানী করা হচ্ছে না।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়