Monday, January 5

লাথি মার ভাঙরে তালা: মির্জা ফখরুল


ঢাকা: বেশ কয়েকদিন আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় প্রেসক্লাবে পেশাজীবীদের সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশে মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মানুষ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছে। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। সোমবার জাতীয় প্রেসক্লাবে পেশাজীবীদের একটি সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশব্যাপী নেতাকর্মীদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, সামনে আমাদের কঠিন সময় পার করতে হবে। সেই জন্য কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে ফখরুল বলেন, “লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা।” তিনি বলেন, দেশে আজ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে ফ্যাসীবাদী সরকার। সরকার তাদের পেটুয়া বাহিনীকে বিএনপি কর্মীদের পেছনে লেলিয়ে দিয়েছে। গণতন্ত্রের মুখোশ পড়ে আবার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে বাকশালী সরকার। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাদখলকারী সরকার আজকে দেশের বিভিন্ন স্থানে মিছিলে গুলি করেছে। অনেক নেতাকর্মী আহত হয়েছে। ২০ দলীয় জোটের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। ভোটের অধিকার পেতে চাই। দেশের মানুষ ২০১৪ সালের নির্বাচনে ভোট দিতে পারেনি। সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান ফখরুল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়