Monday, January 19

মতিঝিলে উদ্ধার লাশটি পৌর কাউন্সিলরের


ঢাকা: রাজধানীর মতিঝিল থানার এজিবি কলোনিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কমিশনার ইমরুল কায়েসের (৩৪) বলে সনাক্ত করা হয়েছে। তিনি স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়নি। সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব টিমের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমরুল নিহত হন। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার জানান, গত সপ্তাহে ঢাকায় আসেন ইমরুল। গত বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার গণমাধ্যমের সংবাদে তার নিহত হওয়ার খবর পান তার পরিবার। নিহতের স্ত্রীর খালাতো ভাই অ্যাডভোকেট জাহিদুর রহমান জানান, নিহত ব্যক্তির গ্রামের বাড়ি নড়াইলের দুর্গাপুর থানায়। তিনি নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কমিশনার। তার বাবার নাম আনোয়ার মোল্লা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয় পড়াশোনা করেছেন। ঢাকা আসলে তিনি রাজধানীর ওয়ারী এলাকার দক্ষিণ মুন্সীদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক স্বজনের বাসায় থাকতেন। গত সপ্তাহে ঢাকায় আসার পর বৃহস্পতিবার থেকে নিখোঁজ হন তিনি। এদিকে ডিএমপি জানিয়েছে, সোমবার ভোররাতে মতিঝিলের এজিবি কলোনির ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে ৪/৫ জন যুবক সংঘটিত হয়ে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল। এসময় ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলির পর অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং অবিস্ফোরিত পাঁচটি হাত বোমা উদ্ধার করে পুলিশ। ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ৪/৫ জন যুবক নাশকতা করার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি চালায় নাশকতাকারীরা। এ সময় তিনি নিহত হন। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়