Sunday, January 11

অভিনয়ে দীর্ঘ পরিকল্পনা করব


কণ্ঠশিল্পী হিসেবেই বেশি জনপ্রিয় আগুন। পাশাপাশি অভিনয়েও মাঝে মাঝেই দেখা যায় তাকে। তার অভিনীত নতুন একটি ছবি মুক্তির অপেক্ষায়। গান, অভিনয়সহ অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আজকের আলাপন বিভাগে
 শুনেছি, আপনার অভিনীত নতুন একটি ছবি মুক্তি পাচ্ছে শিগগিরই? হ্যাঁ, শাহ আলম কিরণের পরিচালনায় ছবিটির নাম 'একাত্তরের মা জননী'। ২০ মার্চ সারা দেশে একযোগে এ ছবিটি মুক্তি পাবে। এতে আমি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। ছবিটির মুক্তির প্রতীক্ষায় আমিও বসে আছি। ছবিটি নিয়ে কি কোনো আশাবাদ তৈরি হয়েছে আপনার? হ্যাঁ, আশা নিয়েই তো মানুষ এগিয়ে যায়। এ ছবিটিতে কাজ করার পর থেকেই নতুন একটি বিষয় পরিকল্পনায় রেখে দিয়েছি। সেটা হলো যদি দর্শক আমার অভিনয়ে উৎসাহিত হন, তাহলে অভিনয়ে দীর্ঘ পরিকল্পনা করব। আর তা না হলে যেমন আছি তেমনই থাকব। ছবির কোন বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে? আসলে আমাদের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি। মুক্তিযুদ্ধটা কেমন ছিল কিংবা কীভাবে পরিচালিত হয়েছে_ এ বিষয়টি নিয়ে ওদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। সেই বিষয়টিতে হয়তো এ ছবির মাধ্যমে ধারণা নিতে পারবে ওরা। নাটকে কি নিয়মিত কাজ করছেন? নাটকের অভিনয়ে আমি এখন নিয়মিত। এর মধ্যে একখ-ের নাটকেই বেশি কাজ করছি। কারণ ধারাবাহিক নাটকের দর্শক কমে গেছে। এর বড় কারণ বিজ্ঞাপন যন্ত্রণা। তাই একখ-ের নাটকেই কাজ করে যাচ্ছি। তারপরও 'জীবন থেকে নেয়া এই শহরের গল্প' শিরোনামে আমার অভিনীত একটি নাটক এখন প্রচার হচ্ছে। নতুন গানের অ্যালবাম প্রকাশের কোনো উদ্যোগ নিয়েছেন কি? অ্যালবাম করার পরিকল্পনা এখন আর নেই। নতুন গান তৈরি করছি মাঝে-মধ্যেই। এগুলো একটি-দুটি করে অনলাইনে প্রকাশ করার ইচ্ছা আছে। সোহেল আহসান

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়