ঢাকা: ধর্মভিত্তিক সংগঠন হেজবুত তওহীদ বা এর কোনো অঙ্গ প্রতিষ্ঠানের অনুষ্ঠানে কর্মকর্তাদের যোগ না দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এ সংক্রান্ত চিঠির অনুলিপি সংযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা সার্কুলার সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে সংগঠনটির দলীয় পত্রিকা দৈনিক দেশের পত্র ও দৈনিক বজ্রশক্তির নাম উল্লেখ করে এদের ব্যুরো অফিস আয়োজিত সভা-সমাবেশে কোনো কর্মকর্তার উপস্থিত না থাকার পরামর্শ দেয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠির অনুলিপি দেয়া হয় সব খাতের প্রধানদের কাছে। সে অনুযায়ী ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ব্যাংকগুলোকে চিঠি দেয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়