কানাইঘাট নিউজ ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ শুক্রবার ফের জঙ্গিরা হামলা চালিয়ে দুইজনকে হত্যা এবং পাঁচ জনকে জিম্মি করে রেখেছে। শার্লি হেবদো পত্রিকায় জঙ্গি হামলায় সম্পাদক ও চার কার্টুনিস্টসহ ১২ ব্যক্তি নিহত হওয়ার পর দুদিন ধরে ধারাবাহিক হামলা পাল্টা হামলার পর আজ ইহুদিদের দোকানে জঙ্গিদের গুলিতে দুই জন নিহত এবং ৫জনকে জিম্মি করা হল।
ওই পত্রিকা অফিসে হামলার পর ফ্রান্সজুড়ে নিরাপত্তা জোরদার এবং জঙ্গিদের ধরতে প্যারিসজুড়ে পুলিশি অভিযানের মধ্যেই এই ঘটনা ঘটল।
বিবিসি জানিয়েছে, প্যারিসের পূর্বাঞ্চলের পোর্তে দে ভিনসেনেস নামক এলাকায় কোশের সুপার মার্কেটে এক বন্দুকধারী একটি ইহুদি মালিকানাধীন মুদি দোকানে গুলি চালিয়ে দুইজনকে হত্যা করার পর ৫ জনকে জিম্মি করে রেখেছে। ঘটনার পরপরই অসংখ্য পুলিশ সদস্য গিয়ে পুরো এলাকাটি ঘিরে রেখেছে। ওই বন্দুকধারীই এর আগে গতকাল বৃহস্পতিবার প্যারিসের এক মহিলা পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সে শার্লি হেবদো ম্যাগাজিনের ওপর হামলার ঘটনায় মূল সন্দেহভাজন দুই ভাইকে পুলিশের অবরোধ থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।
ওদিকে প্যারিসের ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে দামার্তিন অন গ্যল শহরে শার্লি হেবদো ম্যাগাজিনের ওপর হামলার ঘটনায় মূল সন্দেহভাজন দুই ভাই আরো কয়েকজনকে জিম্মি করে রেখেছে। পুলিশ ওই দুই ভাইকে ধরতেও অভিযান অব্যাহত রেখেছে। পুলিশের তাড়া খেয়ে সেখানে তারা একটি প্রিন্টিং কোম্পানির ভবনে ঢুকেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেখানেই তারা এখন অবরুদ্ধ আছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়