Sunday, January 11

বসুন্ধরায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার


ঢাকা: রাজধানী ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে লিমা আক্তার শিউলি (১০) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রবিবার বেলা সাড়ে ১১টার সময় স্থানীয়দের দেওয়া তথ্যমতে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের, ৬ নম্বর রোডের, ৯৫ নম্বর খালি প্লট থেকে শিউলির লাশ উদ্ধার করেন পুলিশ। তার গলায় দাগ রয়েছে। এছাড়াও তার নাকে কাগজ ঢোকানো ছিল। শরীরের ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, শিউলি তার পরিবারের সাথে ভাটারা থানার কুড়িল শেখ বাড়ির হাবিব শেখের বাড়িতে ভাড়া থাকত। গতকাল শনিবার সকালে তার মা জরিনা বেগম গার্মেন্টেসের উদ্দেশ্যে বাসা থেকে চলে যায় ও তার বড় বোন স্কুলে যায়। বিকাল ৩ টার দিকে তারা বাসায় ফিরে শিউলিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে রাত ১০ টার সময় ভাটারা থানায় একটি সাধারণ ডাইরি করেন জরিনা। পরে রবিবার সকালে এক রিক্সাচালকের মাধ্যমে শিউলির মৃত্যুর খবর পায় তার পরিবার। ২ বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। নিহত লিমা আক্তার শিউলি বরগুনা জেলার সদর থানার কদমতলা রায়ভোগ গ্রামের জাকির হোসেনের মেয়ে। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়