ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ:
বাংলাদেশে থাকলে ভাড়া করা ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর কাজ সারেন সাকিব-শিশির দম্পতি। তবে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরলে শিশিরকে বেঁধে রাখা দায়। নিজেই গাড়ি চালান তিনি। বনে যান পুরদস্তুর ড্রাইভার।
সাকিব বিগব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় গেছেন ৫ তারিখ। আর যুক্তরাষ্ট্রের উদ্দেশে তার স্ত্রী দেশ ছেড়েছেন ৯ তারিখ রাত দশটার দিকে।
বেশ কয়েকমাস আগে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গিয়েছিলেন শিশির। অনেক দিন বাদে শৈশবের স্মৃতি বিজড়িত শহরে যাওয়ার আগে বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। অন্তত তার ফেসবুক পেজের ‘স্ট্যাটাস’ থেকে তেমনটাই বোঝা যায়।
দেশ ছাড়ার আগে শিশির ফেসবুকে লেখেন, ‘ওফফ বাড়ি যাচ্ছি। পরিবার আর বন্ধুদের দেখার তর সইছে না। শেষমেশ নিজের গাড়ি চালাতে পারব। আবার হয়ে যাব ড্রাইভার।’
শিশিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তবে পরিবার নিয়ে ছোটবেলা থেকেই থাকতেন যুক্তরাষ্ট্রে। সেখানেই পড়াশোনা করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। ২০১২ সালের ১২ ডিসেম্বর সোনারগাঁও হোটেলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়