কানাইঘাট নিউজ ডেস্ক:
ব্যঙ্গধর্মী ফরাসি সাপ্তাহিক পত্রিকা শার্লি হেবদোর কার্যালয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে আল কায়দার ইয়েমেনি শাখা।
সংবাদকর্মীসহ ১২ জনকে হত্যার দায় স্বীকার করে শুক্রবার তারা ইন্টারনেটে একটি অডিওবার্তা প্রকাশ করেছে।
হজরত মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করার প্রতিশোধ নিতেই এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে দাবি করেছে আল কায়দা। খবর আলজাজিরার।
আল জাজিরা জানায়, আল কায়দার আরব উপদ্বীপ শাখার জ্যেষ্ঠ সদস্য আবু হারেছ আল-নেজারি ওই অডিওবার্তা দিয়েছেন।
বাক-স্বাধীনতা এবং গণমাধ্যম স্বাধীনতারও যে একটা সীমা থাকা উচিত, প্যারিসে বুধবার বিধ্বংসী হামলার মাধ্যমে ফরাসি প্রশাসনকে সেই শিক্ষাই দেওয়া হয়েছে, অডিওবার্তায় এমনটাই দাবি করেছেন আবু হারেছ।
প্যারিস হামলার দায় স্বীকার ইয়েমেনি আল কায়দার
অডিওবার্তায় তিনি বলেন, ‘কোনো কোনো ফরাসি নাগরিক নবীদের বিষয়ে বিনয়ী নয়। এবং এই কারণেই বিশ্বাসীদের কেউ কেউ, যারা আল্লাহ ও তার নবীকে ভালবাসে এবং যারা শাহাদাৎ বরণ করতে ভালবাসে, তারা ওদের কাছে গিয়েছিল। তারা গিয়েছিল কীভাবে আচরণ করতে হয় তা শেখাতে; তারা শেখাতে গিয়েছিল নবীদের ব্যাপারে কীভাবে বিনয়ী হতে হয়। বাক-স্বাধীনতারও যে একটা সীমা থাকা উচিত, ওদের এই শিক্ষা দেওয়া হয়েছে।’
অডিওবার্তায় আবু হারেছ হুঁশিয়ারি দেন, ইসলামের বিরুদ্ধে যে ‘যুদ্ধ’ ঘোষণা করেছে ফ্রান্স, সেই যুদ্ধ বন্ধ না করলে নিরাপদে থাকতে পারবে না দেশটি।
প্যারিসে শার্লি হেবদোর কার্যালয়ে বুধবার বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত হন। এই হামলার জের ধরে প্যারিসসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ফ্রান্স।
হামলাকারীদের ধরতে পুলিশ তৎপর হলে বৃহস্পতিবার ও শুক্রবার বন্দুকধারীদের হামলায় আরও পাঁচজন নিহত হন। এর মধ্যে দুজন পুলিশ ও অপর তিনজন সাধারণ নাগরিক।
অপরদিকে শার্লি হেবদো হামলায় জড়িত দুই জিহাদী ভাই সাঈদ কৌয়াশি ও চেরিফ কৌয়াশি পুলিশি অভিযানে নিহত হয়েছেন শুক্রবার।
সাঈদ ২০১১ সালে ইয়েমেনে আল কায়দার কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে ধারণা করা হয়। ইয়েমেনি গোয়েন্দা সংস্থা আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়