বিনোদন ডেস্ক:
দেশের প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদ্দীন আহমদের আজ ৮০তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্মজয়ন্তী সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে রামেন্দু মজুমদারকে আহ্বায়ক ও আকতারুজ্জামানকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট 'মমতাজউদ্দীন আহমদ জন্মজয়ন্তী' উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে মমতাজউদ্দীন আহমদ বলেন, 'সবাই দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি।' মমতাজউদ্দীন আহমদের জন্ম ১৯৩৫ সালে পশ্চিমবঙ্গের মালদহে। ৩৪ বছর তিনি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। মঞ্চে তার লেখা ও নির্দেশিত প্রথম নাটক ছিল 'তবুও আমরা বাঁচব'। বেতারে প্রচারিত তার প্রিয় নাটক 'কী চাহো শঙ্খচিল'। টেলিভিশনে তার লেখা প্রথম নাটক ছিল 'দখিনের জানালা'। তবে টেলিভিশনে প্রচারিত তার প্রিয় নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 'ঝড়ের মধ্যে বসবাস'। মমতাজউদ্দীন আহমদ বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা দীনবন্ধু মিত্রের মতো মৃত্যুর পরও আমি বেঁচে থাকতে চাই আমার সাহিত্য ও কর্ম দিয়ে।' টেলিভিশনে তার লেখা প্রচারিত সর্বশেষ দুটি নাটক হচ্ছে_ 'কুল নাই কিনার নাই' ও 'সহচর'। সৈয়দ হাসান ইমাম পরিচালিত 'লাল সবুজের পালা' চলচ্চিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য মমতাজউদ্দীন আহমদই রচনা করেছিলেন। সদ্যপ্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামের 'শাস্তি', 'সুভা' ও 'হাছনরাজা' চলচ্চিত্রের চিত্রনাট্য করেছিলেন তিনি। হুমায়ূন আহমেদের নির্দেশনায় ১০টি নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া হুমায়ূন আহমেদের 'শঙ্খনীল কারাগার', তানভীর মোকাম্মেলের 'চিত্রা নদীর পাড়ে', 'নদীর নাম মধুমতি' ও মহিউদ্দিন ফারুকের 'বিরাজ বৌ' চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়