Sunday, January 25

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তথ্যমন্ত্রী


ঢাকা: আগামী মঙ্গলবার দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিনিস্টার্স ডায়ালগ’। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বেলা ১১টায় উদ্বোধনী এ আয়োজনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যমন্ত্রী বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। আজ রবিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিশেষ এ অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে নানা প্রশ্ন থাকবে বলে বিএসআরএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়