Wednesday, January 21

আফ্রিকার রাস্তায় মানুষখেকো


কানাইঘাট নিউজ ডেস্ক: ছবিটি দেখলেই আপনার শরীর শিউরে উঠবে। একজন মানুষের দেহ রাস্তায় আগুনে পুড়ছে। অপরদিক থেকে একজন মানুষখেকো এসে মৃত ব্যক্তির শরীর থেকে মাংস কাটছে। তারপর সে মজা মেরে খাচ্ছে। ঘটনাটি ঘটেছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ দৃশ্য তুলে ধরা হয়েছে। গত দু’সপ্তাহে দেশটিতে এমন দু’জন মুসলমানকে হত্যা করে তাদের মাংস খাওয়া হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এই দু’জনকে তাদের সাঙ্গো প্রতিবেশী হত্যা করেছে। তারা তাদের একজন ট্যাক্সি ড্রাইভারকে হত্যার প্রতিশোধ হিসেবে এদের হত্যা করেছে। আফ্রিকার রাস্তায় মানুষখেকো ওয়ান্ডজা ম্যাগলোয়ার নামের এই মানুষখেকো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একমাত্র ব্যক্তি যে মানুষের মাংস খাওয়ার মত এই ঘৃণ্য কার্যক্রম চালায়। আফ্রিকার রাস্তায় মানুষখেকো আফ্রিকার রাস্তায় মানুষখেকো এদিকে ক্যাথেরিন সাম্বা-পাঞ্জা (৫৯) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মেয়র নির্বাচিত হয়েছে। তিনি তার প্রথম বক্তৃতায় খৃষ্টান ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্যে আহ্বান করেছেন। তিনি মুসলমান বিদ্রোহী গ্রুপ সেলেকাকেও জনগণের উপর হামলা না চালাতে অনুরোধ করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়