ফরিদপুর: ফরিদপুর রূপালী ব্যাংক কর্পোরেট শাখা থেকে চুরি হওয়া টাকার মধ্যে এক কোটি ২২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেলে ফরিদপুর সদর থানার মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের আটককৃত ব্যাংকের অফিস সহকারি আবুল কালাম আজাদের বাড়ি থেকে এ টাকা উদ্ধার করা হয়।
গত শুক্রবার দুপুরের দিকে ঐ ব্যাংক থেকে এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়। এর দুইদিন পরেই টাকা উদ্ধার করে পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান জানান, গত বৃহস্পতিবার ব্যাংক ছুটি হলে আবুল কালাম আজাদ ভল্ট ও স্ট্রং রুমের তালা না লাগিয়ে কাশিয়ারের কাছে চাবি জমা দেয়। পরে শুক্রবার সকালে ব্যাংকে গিয়ে প্রহরী আশিক ও লুৎফরকে কৌশলে ব্যাংকের বাইরে পাঠিয়ে দেয়। পরে সে স্ট্রং রুম (ভল্ট কক্ষ) খুলে এক কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা প্লাস্টিকের ড্রামে ভরে বাড়ি নিয়ে যায়। বাড়ির উঠানে গর্ত খুঁড়ে ড্রামে এক কোটি ২২ লাখ টাকা লুকিয়ে রাখে। বাকি টাকার মধ্যে ১৮ লাখ টাকা রূপালী ব্যাংকে তার নামে দুটি অ্যাকাউন্টে জমা রাখে এবং ১৫ লাখ টাকা বিভিন্ন জনকে লোন দেয় আজাদ।
এসপি আরও জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অফিস সহকারি আবুল কালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রুপালী ব্যাংকের মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ বলেন, টাকা উদ্ধারের ঘটনায় ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা হয়রানি থেকে রক্ষা পেয়েছে ।
রুপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায় জানান, ব্যাংকের ভোল্ট থেকে ১ কোটি ৫৭ লাখ টাকা চুরি হয়ে যায়, তার মধ্যে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে ১ কোটি ২২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার খান মো. শহিদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা করেছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়