ঢাকা: ভাবগম্ভীর পরিবেশে বাদ ফজর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ শুক্রবার অফিস-আদালত সব বন্ধ। তাই দেশের সর্ববৃহৎ জুমার নামাজে শরিক হতে রাজধানী থেকে লাখো মুসল্লি জড়ো হন টঙ্গীর তুরাগ তীরে।
ইজতেমার ময়দান ও আশপাশ এলাকায় শুধু মুসল্লি আর মুসল্লি। শিল্প নগরী টুঙ্গী এখন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। দুপুর দেড়টায় শুরু হয়েছে জুমার নামাজ।
আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে এ বছরের বিশ্ব ইজতেমার। প্রথম পর্বের ইজতেমার পর চার দিন বিরতির পর আজ দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দেশের ৩৪ জেলার মুসল্লিরা যোগ দিয়েছেন। এর জন্য ইজতেমার ময়দানকে ৩৯ খিত্তায় ভাগ করা হয়েছে।
বিশ্ব ইজতেমার ব্যবস্থাপনাবিষয়ক জিম্মাদার গিয়াস উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, দ্বিতীয় পর্বে রাজধানী ঢাকার আংশিক এলাকাসহ ৩৪ জেলার মুসল্লিরা যোগ দিচ্ছেন। ইজতেমা ময়দানকে ৩৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। ইতিমধ্যে ওই সব জেলার লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে পৌঁছে গেছেন এবং জুমার নামাজ শুরু হওয়ার আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
তিনি জানান, দ্বিতীয় পর্বের তিন দিনের কর্মসূচিতে থাকছে আম ও খাসবয়ান, তালিম, দরছে কোরআন, দরছে হাদিস, কার গুজারি, নতুন জামাত তৈরি ও যৌতুকবিহীন বিয়ে।
খবর বিভাগঃ
ইসলাম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়