কানাইঘাট নিউজ ডেস্ক:
সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত মডারেট বা উদার গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের প্রশিক্ষণে ৪০০ সৈন্য পাঠাবে যুক্তরাষ্ট্র। চলতি বছরের বসন্তে যুক্তরাষ্ট্র সৈন্য পাঠানোর এই পরিকল্পনা করেছে।
শুক্রবার সকালে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেমস ব্রিন্ডল এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক ও সিরিয়ার আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার জন্য ব্যাপক পরিসরের প্রতিরক্ষা নীতি সংক্রান্ত বিল পাশ করেছেন। বিলে আইএসকে মোকাবেলায় বিমান হামলা এবং ইরাক ও সিরিয়ার মডারেট বিদ্রোহীদের প্রশিক্ষণ দানের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়।
সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দান আর ইরাকী সরকারকে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ৫ বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রস্তাব পাশ করা হয় ওই বিলে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়