Monday, January 12

টিএসসিতে ককটেল বিস্ফারণে ঢাবি ছাত্রসহ আহত ৪


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পর পর দুইটি ককটেল বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন।আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ সেলিম হোসেন (২৫), পান দোকানদার মোহাম্মদ সেলিম মিয়া(২২), রিক্সাচালক খায়রুল (২০) ও রিক্সাচালক জাকির হোসেন (২৫)। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাকির হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ও বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত পৌনে ৮ টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পর পর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এতে স্পিন্টারে আঘাতে তারা আহত হন। তবে তারা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। -

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়