নিজস্ব প্রতিবেদক:
বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের অংশ হিসেবে কানাইঘাট উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর মধ্যে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনেই শত শত শিক্ষার্থীরা নতুন বই পেয়ে স্কুল আঙ্গিনায় আনন্দ উচ্ছাশে মেথে উঠেন।
এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্য বই তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলার হাজী আব্দুল মালিকের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমীনের উপস্থাপনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার শাহা, আ’লীগ নেতা রফিক আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সাংবাদিক নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুন নুর, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হাজী হোসেন আহমদ, মাষ্টার মোরাকীব হোসেন, স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান।
অপরদিকে মাধ্যমিক পর্যায়ে কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক ভাবে পাঠ্যবই তুলে দেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, স্কুলের প্রধান শিক্ষক মামুন আহমদ।
এসময় স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দসহ কানাইঘাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের হাতে একই দিনে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়