কানাইঘাট নিউজ ডেস্ক: আল কায়দা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) এক শীর্ষ নেতা গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসের ব্যাঙ্গ-রসাত্মক সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদোতে জঙ্গি হামলার দায় স্বীকার করে ইন্টারনেটে একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে ওই জঙ্গি নেতা পশ্চিম বা ইউরোপ-আমেরিকাকে এ ধরণের আরো হামলা, বিয়োগান্তক ঘটনা এবং সন্ত্রাসের হুমকি দিয়েছে।
নসর আল আনাসি নামে পরিচিত ওই একিউএপি নেতার বক্তব্য সম্বলিত ভিডিওটি ইন্টারনেটে ছাড়া হয় বুধবার। আনাসি সেখানে বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর প্রতি অবমাননার প্রতিশোধ স্বরুপ ওই হামলা চালানো হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়