Sunday, January 11

কহর দরিয়ার তীরে মোনাজাতে লাখো মুসল্লি


ঢাকা: টঙ্গীর তুরাগ তীরে পথম পর্বের হেদায়তি বয়ান শেষ চলছে আখেরি মোনাজাত।বেলা ১১টা ১৭ মিনিটে মোনাজাত শুরু হয়।এর আগে দিনের শুরুতে বাদ ফজর ভারতের মাওলানা সাদ উর্দুতে বয়ান শুরু করেন। তার বয়ান অনুবাদ করে শোনান বাংলাদেশি মাওলানা ওয়াসিফুল ইসলাম।বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা থাকলেও ১৭ মিনিট বিলম্বে তা শুরু হয়।। গতকাল বাদ আসর বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর। আজ আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব। আখেরি মোনাজাতে অংশ নিতে তীব্র শীত আর বিরোধীদলের ডাকা অবরোধ উপেক্ষা করে এরই মধ্যে হাজির হয়েছেন লাখো মুসল্লি। ফজরের নামাযের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫০ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। তীব্র শীত উপেক্ষা করেও টঙ্গী তুরাগ তীরে তখন জমায়েত লাখো মানুষ। এরপরই শুরু হয় পেশাজীবী মানুষের জন্য বিশেষ বয়ান। তুলে ধরা হয়,ইসলামের নানা তাৎপর্য। একই সাথে ইজতেমায় আসা মুসল্লিদের নিয়ে বিভিন্ন ভাগে তালিম শুরু হয়। দেশী অতিথিদের পাশাপাশি এতে, যোগ দেন বিদেশী অতিথিরাও। এবারের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার সকাল সাড়ে দশটা থেকে ১১ টার মধ্যে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়