ফরিদপুর: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইজতেমার সময় অবরোধ ডেকে খালেদা জিয়া ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছেন। অথচ এই সমাবেশ সারা বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর সমাবেশ। যেখানে সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসেন।
শনিবার সন্ধ্যায় ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দীনের ১১২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী পল্লী মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিএনপির অপরাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আজকের জনতার ঢলই তা প্রমাণ করছে। তথাকথিত হরতাল আর অবরোধকে উপেক্ষা করে আজকের এই জনতার ঢলই প্রমাণ করে জনগণ বিএনপির অপরাজনীতিকে পছন্দ করছে না।
পল্লী কবির কথা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, পল্লী কবি জসীমউদ্দিন আমাদের অহংকার। তার জন্মদিনকে ঘিরে ফরিদপুরে এই মিলন মেলায় দূরদুরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে এসেছে। এই আনন্দ আয়োজনকে নস্যাৎ করতে একটি চিহ্নিত গোষ্ঠি ফরিদপুরে হরতাল ডেকেছে। কিন্তু শান্তিপ্রিয় ফরিদপুরবাসী তাদের ডাকা হরতাল প্রত্যাখান করেছে।
ফরিদপুর জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি সরদার সরাফত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া আলোচনা ও নির্বাচনের কথা মুখে বললেও কার্যতঃ উনি খুব তড়িঘড়ি করে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছেন, যাতে তার কাছের বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরী, মুজাহিদ ও নিজামীদের ফাঁসিটা বন্ধ করা যায়।’
খালেদা জিয়াকে উদ্দেশে করে তিনি বলেন, ‘নাশকতা করে নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকারের পতন ঘটানো যাবে না। তাই হঠকারী পথ ছেড়ে ও অমানবিক আচরণ বন্ধ করে গণতন্ত্রের পথে এসে নিয়মতান্ত্রিক রাজনীতি করুন।’
ইনু আরও বলেন, খালেদা জিয়া যতদিন উস্কানি দেবেন ততদিন তাকে নিবৃত করে রাখা হবে। শেখ হাসিনার সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধান, সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত ও গণতান্ত্রিক রাজনীতি চালু রাখতে বেগম খালেদা জিয়ার এ উস্কানিকে শক্ত হাতে দমন করবে|
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পুলিশ সুপার জামিল হাসান, কবির পুত্র ড. জামাল আনোয়ার, আওয়ামী লীগ নেতা এস এম নূরুননবী, মোকাররম মিয়া বাবু প্রমুখ।
পক্ষকালব্যাপী এ মেলা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়