Monday, January 5

কাল থেকে সারাদেশে লাগাতার অবরোধ


ঢাকা: কাল থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি চলবে। সোমবার গুলশানে রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ কর্মসূচি তুলে ধরেন খালেদা জিয়া। খালেদা জিয়া বলেন, ‘প্রিয় দেশবাসী আমাকে যদি বন্দি করে রাখা না হয় তাহলে আমাকে বের হতে দিচ্ছে না কেন? আমরা চেয়েছিলাম একটা সমাবেশ করতে। আজকের দিনটি সম্পর্কে আপনারা জানেন। একটা যেনতেন নির্বাচন করে এই দিনে সরকার ক্ষমতা দখল করেছিল।’ বিকাল ৩টা ৪৯ মিনিটে নয়াপল্টনের উদ্দেশ্যে বের হয়ে গাড়িতে উঠেছিলেন। কিন্তু কার্যালয়ের গেটে তালা থাকায় তিনি বের হতে পারেননি। এ সময় মহিলা দলের কর্মীরা তালা ভেঙে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ পিপার স্পে নিক্ষেপ করে সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। এর কিছুক্ষণ পর খালেদা জিয়া গাড়ি থেকে বের হয়ে কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বলেন, ‘আজকে সরকার দেশকে কারাগারে পরিণত করেছে। সরকার আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আজকে শুধু আমাকে অবরুদ্ধ করা হয়নি। পুরো দেশ আজকে অবরুদ্ধ হয়ে আছে। আমার কাছে কাউকে আসতে দেয়নি। আমার কিসের নিরাপত্তা দিচ্ছে তারা। হঠাৎ করে কেন নিরাপত্তা।’ তিনি বলেন, ‘তারা যদি নিরাপত্তা দিতে চায় তাহলে আমি যেখানে যাবো, সেখানে তারা আমার সাথে যাবে। এটাই তো নিরাপত্তা। সেটা না করে আমাকে আটকে রেখে নিরাপত্তা দিচ্ছে। আমরা তো আলোচনা চাই। কিন্তু তারা আলোচনা না করে জোর করে ক্ষমতা দখল করে আছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়