Thursday, January 1

ডিজিটাল পদ্ধতিতে মামলা করবে ট্রাফিক পুলিশ


ঢাকা: কাগজে আর মামলা করবে না ট্রাফিক পুলিশ। নতুন বছরের প্রথমদিন থেকে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মামলা করবে তারা। রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু মনুমেন্ট স্কোয়ারে বৃহস্পতিবার বেলা ১টায় ট্রাফিক পোস ডিভাইসের উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। উদ্বোধনের সময় বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, আজ (বৃহস্পতিবার) থেকে ট্রাফিক পুলিশ কাগজে কোনো মামলা করবে না। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডে তারা মামলা করবেন। তিনি বলেন, ট্রাফিক পোস ডিভাইডারের মাধ্যমে দ্রুত সময়ে মামলা করার পাশাপাশি পুলিশ ও জনগণ বেশ কিছু সুবিধা পাবে। এর মাধ্যমে পুলিশ সঙ্গেসঙ্গেই বলে দিতে পারবে যে, কোনো গাড়ির কাগজপত্র সঠিক আছে কি না, এর আগে কোনো মামলা ছিল কি না। পাশাপাশি মামলা করে মামলার কাগজও প্রিন্ট করে দিতে পারবে ৩০ সেকেন্ডের মাধ্যমে। বেনজীর আহমেদ বলেন, এ ডিভাইসের মাধ্যমে যাদের নামে মামলা হবে তারাও দ্রুত জরিমানা পরিশোধ করতে পারবে। ইউসিবি ব্যাংক ও বি-ক্যাশ এর সহায়তায় এ ডিভাইসটি পুলিশ ব্যবহার করছে বলেও জানান তিনি। এদিকে রাজধানীর বিভিন্ন মোড়ে ৫০০টি ট্রাফিক পোস ডিভাইস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কর্মকর্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়