Thursday, January 1

কানাইঘাটে পরীক্ষায় অংশগ্রহণ না করেও উত্তীর্ণ ! জনমনে মিশ্র প্রতিক্রিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক:
পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাবী শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জনে যখন অনেকেই ব্যর্থ, তখন পরীক্ষায় অংশগ্রহণ না করেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বিস্ময়কর ও আশ্চর্যজনক ব্যাপার। আর এ রকম আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।ঐ প্রতিষ্ঠানের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আহনাফ ইসলাম নামের এক শিক্ষার্থী পরীক্ষায় দুটি বিষয়ে অংশগ্রহণ না করেই উত্তীর্ণ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কানাইঘাটজুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। খোজ নিয়ে জানা যায় বিদ্যালয়ের শিক্ষিকা রওশানা বেগম ও প্রবাসী নিজামুল ইসলামের পুত্র আহনাফ ইসলাম এবারের সমাপনী পরীক্ষায় চারটি বিষয়ে অংশগ্রহণ করে বাকি দুটি বিষয়ে অংশগ্রহণ করে নাই। গণিত ও ধর্ম শিক্ষায় অংশগ্রহণ না করেই সে c গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। ৩২৭৪ রোল নাম্বারে তার প্রাপ্ত ফলাফলে দেখা যায় বাংলা c, ইংরেজি c ,গণিত d ,সমাজ a-, বিজ্ঞান a+ , ও ধর্ম ও নৈতিক শিক্ষায় d পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার প্রাপ্ত গ্রেড ২.৪১। এ ব্যাপারে ঔ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা ও তার মা রওশনারা বেগম ক্ষুদ্ধ হয়ে বলেন, পরীক্ষায় অংশগ্রহণ না করেই এ রকম ফলাফল অবৈধ। এ অবৈধ ফলাফল আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। চারটি বিষয়ে অংশগ্রহণ করার পর দুটি বিষয়ে কেন অংশগ্রহণ করে নাই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অসুস্থ্যতার কারণে সে পরীক্ষায় অংশগ্রহণ করেনাই। তিনি আরও বলেন, এ বিষয়ে আমি আমার প্রধান শিক্ষকের কাছে ইতিমধ্যে অভিযোগ দিয়েছি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার দিলিপ কুমার শাহার সাথে যোগাযোগে করা হলে তাঁর মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরীক্ষায় অংশগ্রহণ না করেই আহনাফ ইসলামের এ রকম ফলাফলে তার পরিবার, বিদ্যালয় যেমন ক্ষুদ্ধ তেমনি ক্ষুদ্ধ এলাকাবাসী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়