Thursday, December 18

পাকিস্তানে সেনাবাহিনীর বিমান হামলায় ৫৭ জঙ্গি নিহত


কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের পোশোয়ারের একটি স্কুলে তালেবানি হত্যাযজ্ঞের পর দেশটির সেনাবাহিনী তালেবান অধ্যুষিত এ লকায় বিমান হামলা চালিয়েছে। বুধবার খাইবার অঞ্চলের তিরাহ এলাকায় ওই হামলায় ৫৭ জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সামরিক বাহিনীর মুখপাত্র আসিম বাজওয়া পাকিস্তানের সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পোশোয়ারে স্কুলে নৃশংস হত্যাযজ্ঞের জড়িত তালেবানদের ওপর বিমান হামলা ‍পরিচালনা করা হচ্ছে। অভিযানে এ পর্যন্ত ৫৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান রাহীল শরীফ তালেবান অধ্যুষিত অঞ্চলে সামরিক অভিযান পর্যবেক্ষণ করছেন বলেও জানান সামরিক বাহিনীর ওই মুখপাত্র। এর আগে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পাকিস্তানের পেশোয়ারে তালেবানদের হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তান প্রশাসন। এছাড়া, আহত হয়েছে আরও শতাধিক শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। সংবাদ মাধ্যমগুলো জানায়, ৫-৬ জন অজ্ঞাত বন্দুকধারী পেশোয়ারের ওয়ারসাক রোডে আর্মি পাবলিক স্কুলে নামে এক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে নৃশংস এ হামলা চালায়। স্কুলটিতে অফিসার ও নন-কমিশনড সেনাদের সন্তানরা পড়াশোনা করতো। নিহত এসব শিক্ষার্থীদের বেশিরভাগেরই বয়স ১০-১৮ বছরের মধ্যে। তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জনের নিহত হওয়ার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে পাকিস্তান সরকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়