Tuesday, December 16

বছর শেষে ঘুরে আসুন


কানাইঘাট নিউজ ডেস্ক: তানিয়া আক্তার। পেশায় গৃহিণী। সারা বছর সংসারের কাজের ঝামেলায় কোথাও বের হতে পারেন না। তার ওপর একমাত্র সন্তানের স্কুল! নভেম্বরের শেষে সন্তানের পরীক্ষা শেষ হওয়ার পর হাতে কিছু সময় পান, ভাবেন তখনই কোথাও বেরিয়ে আসবেন। শুনুন তার মুখেই, শীতের সময়টা বেড়ানোর জন্য আদর্শ। কেননা বছরের অন্য সময়ের তুলনায় এ সময় রোদ থাকে নরম আর আরামদায়ক। কোথাও যাওয়ার আগে স্থান নির্বাচন করা জরুরি। স্থান নির্বাচনের আগে জেনে নেয়া দরকার, কী কী সুবিধা সেখানে পাওয়া যেতে পারে। এসব ব্যাপারে নিজের ছোট ভাইকে জিজ্ঞেস করা যেতে পারে। বেসরকারি সংস্থার কর্মী হিসেবে অনিককে অসংখ্যবার বিভিন্ন দেশে যেতে হয়েছে। তানিয়া ভাবেন, তারই শরণাপন্ন হবেন। নিজে বেরিয়ে এবং অন্যদের অভিজ্ঞতার গল্প শুনে ভাইয়ের ভ্রমণ জ্ঞানের পরিধি বেশ বেড়েছে। অনিককে এখন ছোটখাটো ভ্রমণকোষ বলা যেতে পারে। টেলিফোনে তার নম্বর ডায়াল করতেই এনগেজড টোন শুনতে পান তানিয়া। কিছুক্ষণ পর অনিকই ফোন করে তাকে। মাসের শেষে কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, জানাতেই অনিকের বক্তৃতা শুরু হয়। তানিয়া কান পেতে শোনেন, ‘যেসব উদ্দেশ্যে বেড়াতে যাওয়া, তার কতটুকু পূরণ হবে, আগে থেকেই তা লক্ষ রাখা উচিত। তার পর মিলিয়ে নিতে হবে, বেড়ানোর জন্য যে বাজেট রাখা আছে, তার সঙ্গে সে জায়গার সম্ভাব্য ব্যয় সামঞ্জস্যপূর্ণ কিনা। দেশের বাইরে বেড়াতে যেতে চাইলে পাসপোর্ট, ভিসা ইত্যাদি আগে থেকেই গুছিয়ে নিতে হবে। প্রয়োজনীয় মুদ্রা এনডোর্স করতে হবে অথবা সঙ্গে রাখতে হবে ট্রাভেলার্স চেক। অন্যদিকে দেশের ভেতরে কোথাও যদি ঘুরতে যেতে হয়, তাহলে হোটেল বুকিং দিতে হয়, বাস অথবা ট্রেনের টিকিট কেটে রাখতে হবে। কেননা এ বিষয়গুলো অনেক সময় ঝামেলা সৃষ্টি করে। একটানা বলে গিয়ে থামে অনিক। তানিয়া ভাবেন, বোধহয় ক্লান্তিবোধ করছে, নয়তো তার ভাইটি এত সহজে থামার পাত্র নয়। এমনিতে তেমন কথা বলে না অনিক। কিন্তু একবার বলতে শুরু করলে সহজে থামতে জানে না। অনিক সম্ভবত অফিসে কাউকে কিছু বলছে, তানিয়া শুনতে পান। কিছুক্ষণ পর আবার তার কণ্ঠ ভেসে আসে। বেড়াতে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নিতে হয় আপু। অনিক একেক করে ধারাক্রমে বলতে থাকে, প্রয়োজনীয় জিনিসপত্রসহ ট্রাভেল ব্যাগটি গুছিয়ে নিতে হবে। যেখানে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া সম্পর্কে জেনে নিতে হবে। শরীর-স্বাস্থ্যের দিকটি মাথায় রেখে দরকারি ওষুধ সঙ্গে রাখতে ভুলবেন না। যথেষ্ট টাকা রাখুন সঙ্গে। জেনে নিন, যেখানে যাচ্ছেন, সেখানে কিংবা কোথাও কাছাকাছি এটিএম বুথ আছে কিনা। একটা ক্যামেরা নিতে হবে। সঙ্গে চার্জার, মেমোরি কার্ড নেয়া দরকার। প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা জায়গামতো গুছিয়ে রাখুন। এতক্ষণে কিছুটা ক্লান্তবোধ করেন তানিয়া। অনিককে বিরত করতে এবার নিজেই তার সঙ্গে মজায় মেতে ওঠেন। টেলিফোনের ওপাশে অনিক কী বলছে, সেটা পাত্তা না দিয়ে এদিক থেকে নিজেও পাল্টা জ্ঞান দেয়ায় মেতে ওঠেন, ‘ভ্রমণের সময় প্রয়োজনের বেশি পোশাক নেবেন না। তবে শীত থেকে রক্ষা পেতে গরম কাপড় সঙ্গে নিতে ভুলবেন না। সঙ্গে ফ্লিপ ফ্লপ স্যান্ডেল, হালকা ওজনের রানিং সু নেয়া যেতে পারে। নিত্যপ্রয়োজনীয় কয়েকটি জিনিস, যা সঙ্গে না নিলেই নয়— শ্যাম্পু, টুথপেস্ট, ডিওডরেন্ট, টুথব্রাশ ও রেজার। সানগ্লাস নিতে পারেন। চশমা ব্যবহারকারীরা বাড়তি একটি চশমা সঙ্গে নিলে ভালো।’ গড় গড় করে অনেকক্ষণ বলে তানিয়া হঠাত্ লক্ষ করেন, অনিক অনেক আগেই টেলিফোন রেখে দিয়েছে। কতক্ষণ ধরে একা একা কথা বলছেন, ভেবে নিজেই হেসে ওঠেন। না, বেড়ানোর সময় কোনো কথা বলা যাবে না। কথা তো হররোজ বলি। ভ্রমণ যেন একঘেয়ে, বিরক্তিকর না হয়, সেজন্য মিউজিক প্লেয়ারটি সঙ্গে নিতে মনস্থ করেন তানিয়া। তিথিকে স্কুল থেকে আনতে গিয়ে তার শিক্ষকের সঙ্গে কথা হয় তানিয়ার। বেসরকারি স্কুলে কর্মরত শিক্ষক রায়হানা জামান তানিয়াকে পরামর্শ দেন, বেড়ানোর দিনগুলোয় উদ্বেগ, পিছুটান ইত্যাদি বর্জন করুন। আইডি কার্ড ও এটিএম কার্ড সঙ্গে নিতে ভুলবেন না। বেড়ানোর জায়গার কথা ভাবতে গিয়ে অনেক বিকল্প মনে আসে তানিয়া আক্তারের। পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজার কিংবা পটুয়াখালীর কুয়াকাটা, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় সৈকতে দাঁড়িয়ে। পাহাড় ও লেকের অভাবনীয় সমন্বয়ে গড়া রাঙ্গামাটি তো আছেই, তার পাশে রয়েছে আরেকটি জেলা বান্দরবান। চা-বাগান ও পাহাড়ঘেরা সিলেট, প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ ময়নামতি, মহাস্থানগড়— কোথায় যাওয়া যায়? আমাদের গর্ব সুন্দরবন তো রয়েছেই। বছরের যে কোনো সময় সুন্দরবনে বেড়ানো যেতে পারে। তবে শীতের সময় ভ্রমণ অনেক বেশি নিরাপদ ও উপভোগ্য। টানা ছুটির দিনগুলোয় আশপাশের কোনো দেশে বেড়াতে যাওয়া যায়। তবে শীতকালে নেপাল, ভুটান ও ভারতের উত্তরাংশে না যাওয়াই ভালো। বাড়তি রোমাঞ্চ উপভোগ করতে যারা শারীরিক ঝুঁকি নিতে চান, তাদের কথা আলাদা। এবার তো শুধু বেড়ানোর পরিকল্পনা রয়েছে। বেড়ানোর পাশাপাশি কেনাকাটার উদ্দেশ্য থাকলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া যাওয়া যেত, তানিয়া ভাবেন। ক’দিন আগে বার্লিন দেয়াল পতনের বর্ষপূর্তির খবর দেখতে দেখতে তিথির বাবা প্রস্তাব দিয়েছিলেন, বিয়ের এক যুগ উপলক্ষে ইউরোপে বেড়াতে যাওয়ার। তানিয়া নিজেও উপলক্ষটি উদযাপনের কথা ভাবছেন। তারও ইচ্ছা, ইউরোপে বেড়াতে যাওয়ার, কিন্তু শীতে নয়, অন্য কোনো মৌসুমে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়