Saturday, December 13

জমিতে কীটনাশকের ব্যবহার কমাতে হবে: প্রধানমন্ত্রী


ঢাকা: কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে পোকামাকড় দমনের জন্যে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহারের জন্যে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার-২০১৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, পোকা দমনের জন্যে কৃষকরা জমিতে কঞ্চি পুতে দিতে পারেন। এতে পাখিরা এখানে এসে বসবে ও ফসলের ক্ষতিকর পোকাগুলো খেয়ে তারা জীবনধারণ করবে। তিনি বলেন, আমাদের সেচ ব্যবস্থার প্রতি সচেতন হবে। এক্ষেত্রে কৃষকরা ফিতার পাইপ ব্যবহার করে সেচ দিলে পানি অপচয় হবে না। এছাড়া জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করলে সেটিতে খরচ কম হবে ও বেশি কার্য্কারী ফল পাওয়া যাবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মাটি উর্বর। এখানে আমরা উৎপাদন করে দেশের জনগণের চাহিদা মিটিয়ে আরও বিদেশে রপ্তানি করতে পারি। এক্ষেত্রে কৃষকরা একটু সচেতন হলেই আমরা আরও উন্নতি করতে পারব। এবার ৩০ কৃষিবিজ্ঞানী ও গবেষকের মধ্যে পাঁচজন পান স্বর্ণপদক। স্বর্ণপদকের জন্য নির্বাচিতরা ২৫ গ্রাম ওজনের স্বর্ণের মেডেল, ২৫ হাজার টাকা এবং সনদ পান। আট কৃষিবিজ্ঞানী ও গবেষক পান রূপার মেডেল, ১৫ হাজার টাকা এবং সনদ। ১৭ কৃষিবিজ্ঞানী ও গবেষক পান ব্রোঞ্জ মেডেল, সাড়ে ৭ হাজার টাকা ও সনদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়