Thursday, December 18

বিএনপি নেতারা বড় বড় কথা বলেন কাজ করেন না


ঢাকা: গত ৫ জানুয়ারি নির্বাচন বাতিলের দাবিতে ২০ দলীয় জোটের আন্দোলন ব্যর্থতার মূলে বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা বলে অভিযোগ করেছেন দলটির তৃণমূল নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ৯০’ ডাকসু ও ছাত্রঐক্য আয়োজিত জাতীয় কনভেনশনে তারা এই অভিযোগ করেন। তারা বলেন, বিএনপি ৫ জানুয়ারি নির্বাচন বাতিল করতে রাজধানী ঢাকায় কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি। একই সাথে বার বার আন্দোলনের কথা বলেও আন্দোলন করতে পারছে না। কারণ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সরকারের মুখপাত্র হয়ে কাজ করছে। নেতারা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের চেয়ে নিজেদের বড় করে দেখেন। নিজেরা কিভাবে বেঁচে থাকবেন তারা সেই চিন্তা করেন, দলের কথা ভাবেন না। বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আসা ছাত্র নেতারা বলেন, বিএনপির নেতারা মুখে শুধু বড় বড় কথা বলেন কিন্তু কাজ করেন না। শীর্ষ স্থানীয় নেতারা তৃণমূল নেতাদের মূল্যায়ন করেন না বলেই আজ বিএনপি রাজপথে সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারছে না। এই ব্যর্থতার দায়ভার একমাত্র বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের। তারা এই ব্যর্থতার দায় এড়িয়ে যেতে পারেন না। সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, শুধু মুখে বড় বড় কথা বললে চলবে না। সরকার পতনে রাজপথে আন্দোলন করে দেখাতে হবে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশের গুলি ও লাঠির আঘাত সহ্য করে রাজপথে থাকতে হবে, বিদেশে কিংবা হাসপাতালে যেতে পারবেন না, হাসপাতালে গেলে লাশ হয়ে যাবো। তিনি বলেন, বিএনপির নেতারা যখন লং মার্চ করে গাড়ি নিয়ে বিভিন্ন জেলায় সফর করতে যান এতে আমরা খুশি হতে পারি না। কারণ বেগম খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছিলো সরকার তখন বিএনপির এই সব নেতারা কোথায় ছিলেন? মঞ্চে উপস্থিত ছাত্র নেতাদের উদ্দেশ্যে পাপিয়া বলেন, নিজেদের ব্যর্থতা ঘুচিয়ে যদি ৮০’র দশকের ছাত্রনেতাদের মত হতে পারেন তাহলে আন্দোলন করুন, অন্যথায় নয়। বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের সভাপতিত্বে কনভেনশনে আরো বক্তব্যে রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তুর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব-উন-নবী-খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়