Thursday, December 18

অভিষেকে জাত চেনালেন যশ


ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ: গাব্বা টেস্টের প্রথম দিনেই ইঙ্গিত দিয়েছিলেন। ৪৪ রানে ২ উইকেট নিয়ে নেওয়ার পর পায়ের ক্র্যাম্প তাঁকে থাকতে দেয়নি মাঠে। কিন্তু দ্বিতীয় দিনে মাঠে নেমেই করলেন বাজিমাত। অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়ে যশ হ্যাজেলউড নিজেকে চেনালেন দারুণ ভাবেই। তাঁর দুর্দান্ত বোলিংয়েই ৪ উইকেটে ৩১১ রান নিয়ে প্রথম দিন শেষ করা ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৪০৮ রানে। প্রথম দিন শেষে ৭৫ রানে অপরাজিত ছিলেন অজিঙ্ক রাহানে। এদিন তিনি সাজঘরে ফিরেছেন আগের দিনের সঙ্গে মাত্র ৬ রান যোগ করেই। হ্যাজেলউডের বলে রাহানে উইকেটের পেছনে ধরা পড়েন ব্র্যাড হ্যাডিনের হাতে। ব্রিসবেন টেস্টে রাহানের ক্যাচটি ধরে এই নিয়ে ছয়টি ডিসমিসালের সঙ্গী হলেন হ্যাডিন। নিজের টেস্ট কেরিয়ারে এই নিয়ে পঞ্চমবারের মতো কমপক্ষে ৫টি ডিসমিসালের সঙ্গে যুক্ত হওয়ার কীর্তি গড়লেন অস্ট্রেলীয় সহ-অধিনায়ক। রাহানে ফেরার পর ভারতীয় ব্যাটসম্যানরা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ২০০০ সালের পর হ্যাজেলউড হচ্ছেন ষষ্ঠ অস্ট্রেলীয় বোলার, যিনি অভিষেকেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসেই এমন কীর্তি আছে মোট ৩৫ জন বোলারের৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়