Wednesday, December 24

সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পিডিপি


কানাইঘাট নিউজ ডেস্ক: ২৮টি আসন নিয়ে শীর্ষস্থানে থাকার পরও এককভাবে সরকার গঠন করতে পারছে না কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। কারণ এককভাবে সরকার গঠন করতে তাদের প্রয়োজন ৪৪টি আসন। দলটি এখন বিজেপির সাথে কোয়ালিশন করতে আগ্রহী, কিন্তু সেখানেও রয়েছে বিপত্তি। আদর্শগত দিক থেকে মতবিরোধ রয়েছে পিডিপি ও বিজেপি’র। ভারতের গঠণতন্ত্রের ৩৭০ নং অনুচ্ছেদের (ধর্মান্তরকরন ও ভিন্ন সিভিল কোড সম্পর্কিত) ব্যাপারে বিজেপি’র সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি রয়েছে পিডিপি’র। বিজেপি এর মেনিফেস্টোতে ভারতের গঠণতন্ত্রের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ভারতের গঠণতন্ত্রের ৩৭০ নম্বর অনুচ্ছেদে জুম্মু-কাশ্মীরকে বিশেষভাবে স্বায়ত্ত-শাসিত রাজ্যের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। ওই অনুচ্ছেদে জুম্মু-কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের জন্য নাগরিকত্ব, সম্পত্তির মালিকানা এবং মৌলিক অধিকার সম্পর্কিত স্বতন্ত্র আইন-কানুন প্রণয়নের সুযোগ দেওয়া হয়েছে। এমনকি ভারতের অন্যান্য রাজ্যের নাগরিকদের জুম্মু-কাশ্মীরে জমি ক্রয় করে বসতি স্থাপনও নিষিদ্ধ করা হয়। এই অনুচ্ছেদ বাতিল করা হলে কাশ্মীরিরা ফের অস্ত্র হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছে। এবারের নির্বাচনে বিজেপি এই রাজ্যে জয়ী হয়েছে ২৫টি আসনে। বাকি দলগুলোর মধ্যে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ১৫টি, ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) ১২টি ও অন্যরা ৭টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৪৪টি আসনে এককভাবে কেউ জয় না পাওয়ায় সরকার গঠনের বিষয়টি এখনো অনিশ্চিত। তবে বিজেপি’র সঙ্গে কোয়ালিশন সরকার গঠনের ব্যাপারে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে পিডিপি। সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পিডিপি কংগ্রেসও পিডিপিকে সরকার গঠনে সাহায্য করতে চেয়েছে, কিন্তু তাদের এই সমর্থনের পরও ৪৪ আসনের কোটা পূরণ করতে ব্যর্থ হবে পিডিপি। সেক্ষেত্রে পিডিপি যদি বিজেপিকে বাদ দিয়ে কংগ্রেসের দিকে যায় তাহলে তাদেরকে স্বতন্ত্র প্রার্থীদের সাহায্য নিতে হবে। যেটা একটি অস্থিতিশীল সরকার গঠনের প্রতি ইঙ্গিত করে। দিল্লিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি বিজেপি সভাপতি অমিত শাহ। তবে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, ‘বিজেপি সেখানে খুবই ভাল ফল করেছে। সরকার গঠনের সব পথ খোলা রয়েছে। কাশ্মীরে গণতান্ত্রিক এবং জনপ্রিয় সরকারই গঠিত হবে।’ এক সংবাদ সম্মেলনে পিডিপি’র প্রধান জানান তার দল এখনই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে দলের এক শীর্ষ নেতা মেহবুবা মুফতির বাসায় রুদ্ধদ্বার বৈঠক শেষে জানান, পিডিপি ও বিজেপি’র মধ্যে আদর্শগত দিক থেকে বিশাল পার্থক্য রয়েছে যেটা কোয়ালিশন সরকার গঠনে প্রধান বাধা। আরেক নেতা জানান এটা হবে তাদের রাজেনৈতিক আত্মহত্যা যদি তারা ৩৭০ নং অনুচ্ছেদ মেনে সরকার গঠন করেন। তিনি আরো জানান, এই বাধা দূর করার একমাত্র পথ হল নরেন্দ্র মোদী কর্তৃক এই অনুচ্ছেদ স্থগিত ঘোষণা করা। তিনি এটাকে শত্রুর সঙ্গে এক বিছানায় ঘুমানোর সাথে তুলনা করেন। অপর এক সভায় মেহবুবা ও তার বাবা মোহম্মদ সাইদ যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি জানান, তারা যদি বিজেপি’র সাথে নূন্যতম সমঝোতায় পৌঁছাতে পারেন তাহলেই তারা সরকার গঠন করবেন। যেমনটি তারা করেছিলেন ২০০২ সালে কংগ্রেসের সাথে। যদিও বিজেপি’র সাথে ওই ধরনের সমঝোতা করা খুবই কঠিন হবে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়