Monday, December 29

যৌন সঙ্গমে আয়ু কমে!


কানাইঘাট নিউজ ডেস্ক: রাজনীতির ময়দানে সাফল্য এলেও কিছু নেতার জন্য বছর শেষে বিড়ম্বনাই বাড়ছে বিজেপি-র। নেতাদের একাধিক বিতর্কিত মন্তব্য বার বার দলের অস্বস্তি বাড়াচ্ছে। এবার সেই তালিকায় বিজেপি সাংসদ অলোক সঞ্জর। মধ্যপ্রদেশের ভোপালের। এই বিজেপি সাংসদের চিকিতসা শাস্ত্রে কোনও ডিগ্রি নেই। কিন্তু পোড় খাওয়া ডাক্তারের মতো এমন একটি মন্তব্য করে বসলেন, যার ঝক্কি পোহাতে হবে দলকেই। কী বলেছেন অলোক সঞ্জর? সোমবার ভুপালে একটি টেস্ট টিউব বেবি সেন্টারের দশম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন এলাকার সাংসদ অলোক সঞ্জর। মঞ্চে বক্তব্য পেশ করতে উঠেই যৌন সঙ্গম নিয়ে কয়েকটি মন্তব্য শুরু করে দেন। বিজেপি সাংসদের বক্তব্য, বেশি রতিক্রিয়ায় মানুষের আয়ু কমে যায়। তাই যৌন সঙ্গমে লাগাম টানা উচিত। এখানেই শেষ করেননি গেরুয়া-সাংসদ। তাঁর আরও দাবি, বর্তমানে মানুষ অনেকটা যজ্ঞ করার মতো রতিক্রিয়ায় লিপ্ত হচ্ছে। তারপরই ঈশ্বরের কাছে পার্থনা করছে, যেন স্ত্রীর গর্ভে ভগবান জন্ম নেন। যৌনতাকে একটা খেলা মনে করছে অনেকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়